ডানা মির্জা
ডানা মির্জা
Followers : 38

বায়োগ্রাফি : জন্ম ৬ই অক্টোবর, মগবাজার ঢাকা। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, টি এন্ড টি বোর্ডে। মা গৃহিণী। বেড়ে উঠা ঢাকাতে। ৭ ভাই বোনের মাঝে সবার ছোট। মাস্টার্স করেছেন ইডেন বিশ্ববিদ্যালয় থেকে। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। প্রথম আলো এবং ভোরের কাগজে লিখতেন নিয়মিত। পরবর্তীতে লেখাপড়া এবং চাকরির কারণে অনিয়মিত হয়ে যান লেখালেখি থেকে। দীর্ঘ সময় এয়ারলাইনে কেবিন ক্রু হিসাবে চাকরির সুবাদে ভ্রমণ করা হয়েছে বেশ। বর্তমানে তিনি দেশের বাইরে বসবাস করছেন।

প্রণয় শ্লোক
ফ্রি বই