0
বায়োগ্রাফি : একদম ছোটবেলা থেকে সাদী ইমদাদ এর আঁকাআঁকির অভ্যাস। বাবা-ইমদাদুল হক ছিলেন প্রফেশনাল আর্টিস্ট এবং মা-ডা. হানুফাইমদাদ ছিলেন শিশু সাহিত্যিক। আঁকাআঁকি এবং লেখালেখি দুটোই সাদীর গভীর ভালোবাসার জায়গাএবং এগুলো তিনি কমিকসের মাধ্যমে করতে সবচেয়ে বেশি পছন্দকরেন। ট্রেডিশনাল ফর্ম্যাটে আঁকাআঁকির প্রতি রয়েছে সাদীর গভীর শ্রদ্ধাবোধ। নিজের গল্প নিজের মত আঁকতে এবং বলতে পছন্দ করেন। নিজে হাসতে ভালোবাসেন, অন্যকে হাসাতেও ভালোবাসেন। পেশাগত দিক থেকে সাদী ইমদাদ একজন ফ্রিল্যান্স আর্টিস্ট, স্টোরিবোর্ডআর্টিস্ট। ঢাকা কমিকস, মাতব্বর কমিকস, পাঞ্জেরী পাবলিকেশন্স এর জন্যকমিকসের কাজ করেছেন তিনি। ২০২৩ সাল থেকে হালুম কমিকস নামের একটি প্রকাশনা প্রতিষ্ঠানচালাচ্ছেন। সাদী যাদের কাজ থেকে সবসময় অনুপ্রেরণা পান তারা হচ্ছেন-আকিরাতোরিয়ামা, আহসান হাবীব, এইচিরো ওডা, অ্যালেক্স রস, ফ্র্যাঙ্কমিলার, হার্জ, ব্রায়ান হিচ।