0
বায়োগ্রাফি : অনুবাদক হিসেবে শেহজাদ আমানের ব্যাপক পরিচিতি থাকলেও সাহিত্যাঙ্গনে তার যাত্রা শুরু হয়েছিল কবিতা ও ছোট গল্প লেখার মাধ্যমে। বেরিয়েছে এ পর্যন্ত দুটো কবিতার বই। এ ছাড়া গল্পকবিতা ডটকম থেকে সায়েন্স ফিকশন ছোটগল্প লেখার প্রতিযোগিতায় ২০১৭ সালের জানুয়ারিতে পুরষ্কৃত হয়েছিলেন দ্বিতীয় সেরা গল্পকার হিসেবে। অনুবাদক হিসেবে এ পর্যন্ত তার মেধার সাক্ষর রেখে প্রকাশ করেছেন ২৩টি অনুবাদ বই। কাজ করেছেন অন্যধারা, রোদেলা প্রকাশনী, অন্বেষা প্রকাশন, সন্দেশ প্রকাশনী ও গ্রন্থরাজ্যের মতো প্রকাশকের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেহজাদ আমান সাংবাদিকতা পেশার সাথে জড়িত প্রায় একযুগ। সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মের সাথেও জড়িত অনেকদিন ধরে। তারুণ্যভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ইয়ুথ ফর বাংলাদেশ ও হাউজ অব ভলান্টিয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি। বর্তমানে জড়িত আছেন পুরুষ অধিকার ও শুদ্ধ সাহিত্য আন্দোলনের মতো ব্যতিক্রমী বিষয়ের সাথেও।