0
বায়োগ্রাফি : জায়েদের জন্ম যমুনার তীরঘেষা সিরাজগঞ্জ শহরে। নিজ শহরে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাট চুঁকিয়ে এখন পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। ছোটবেলা থেকেই গল্প লেখার ঝোঁক। বেশ কিছু লিটল ম্যাগে ছোটগল্প প্রকাশের মধ্য দিয়ে লেখালেখির যাত্রা শুরু। "মহাপাপ" তার প্রথম উপন্যাসিকা। প্রকাশের অপেক্ষায় আছে "কালো কাফন" নামে একটি থৃলার গল্প সংকলন।