0
বায়োগ্রাফি : জন্ম সিলেটে, এক শীতের ভোরে। বাবা, মোঃ আবদুন নূর। মা, সাঈফা খাতুন। দুই কন্যার জনক, বিদৌরা ও বিয়াস। স্ত্রী, আবেদা হক। পেশা, চিকিৎসক। কিশোরগঞ্জ-এর সরকারি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান। এক নিঃসঙ্গ চা-বাগানের সবুজ নিসর্গে তার বেড়ে ওঠা। সেখানে সারাদিন পাতাঝরার বনে বাতাসের জিফিল সুরের মুর্ছনা তুলতো। বাসার পেছনেই ছিলো সবুজ চায়ের বন। সাদা বালুঢাকা পথ সেই বনের ভেতর দিয়ে এঁকেবেঁকে কোথায় যে হারিয়ে গেছে। সে পথে সোনালী রোদের ভোরে, নরোম পালকের দুপুরে সাওতালি নারীপুরুষ কুর্মি মুন্ডা রৌতিয়া আহির বিরহোররা সার বেঁধে কাজে বেরোতো। বনের ভেতরে আরো দূরে চা-বাগানের নিঝুম স্টাফ-কোয়ার্টার। উদাস দুপুরে দূরের সাঁওতালপাড়া থেকে মাদলের সাথে ভেসে আসতো দেহাতি গানের সুর। বাবার চাকরির সুবাদে যে চা-বাগানে বেড়ে ওঠা সেই মালনীছড়ায় এখন আর যাওয়া হয়ে ওঠে না তার। পেশাগত ব্যস্ততায়। চায়ের বনের মানুষ তিনি, স্বপ্ন দেখেন আবার একদিন চা-বাগানে ফিরে গেছেন, ঘুরে বেড়াচ্ছেন শিরীষ-চাপালিশের ছায়ায় ছায়ায় বন-জ্যোৎস্না গায়ে মেখে পাহাড়ের ঢালে বসে থাকা বুনো বেড়ালের খোঁজে বেড়াচ্ছেন রাতের জঙ্গলে।