0
বায়োগ্রাফি : পাঠকের আড়ালে থাকা রহস্যময় একজন লেখক ওবায়েদ হক। তিনি তাঁর লেখাগুলোকে নিজের সন্তান মনে করেন। আর সন্তানের পিতা হিসেবেই তিনি পরিচিত হতে চান। ছোট একটি বইকে বিস্তৃত না করে কীভাবে কাহিনীগুলোকে এক সুতোয় বাঁধা যায়, তার প্রমাণ তাঁর বইগুলো। সহজ ও সাবলীলভাবে তাঁর জীবন দর্শনকে লেখায় ফুটিয়ে তোলেন মোহনীয় রূপে। এ পর্যন্ত লেখকের প্রকাশিত বইয়ের সংখ্যা পাঁচটি। তার মধ্যে উপন্যাস তিনটি-জলেশ্বরী, তেইল্যা চোরা, এবং নীল পাহাড়। আর দুটি গল্পগ্রন্থ-একটি শাড়ি ও কামড়াঙা বোমা, এবং নেপথ্যে নিমকহারাম।