মুহাম্মদ মোজাহিদুল ইসলাম
মুহাম্মদ মোজাহিদুল ইসলাম
জন্ম : 30th November
Followers : 29

বায়োগ্রাফি : মুহাম্মদ মোজাহিদুল ইসলাম, জন্ম ৩০ নভেম্বর ১৯৭৪।ময়মনসিংহের সদর উপজেলার ব্রহ্মপুত্র তীরবর্তী গ্রাম চর হাসাদিয়ায়। ২০২২ বইমেলায় প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ -'বিভ্রান্ত ছুটে চলা'। ২০২৩ বইমেলায় প্রকাশিত হয় দু'টি বই, থ্রিলার-'রিমান্ড' এবং নাট্যগ্রন্থ-'ভ্রান্তি'। ২০২৪ বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ-'লেখক'।