রোকেয়া আশা
রোকেয়া আশা
জন্ম : 8th March
Followers : 236

বায়োগ্রাফি : রোকেয়া আশার জন্ম ১৯৯৮ সালের ৮ মার্চ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অর্থাৎ তার পড়াশোনার বিষয় মানুষ। যদিও তিনি নিজেকে প্রায়ই বিড়াল দাবি করেন। বই, পশুপাখি, পাহাড় এবং ক্যাফেইন ভালোবাসেন। ইতিহাসে আগ্রহ প্রবল। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং অসংখ্য বিড়ালের সাথে চমৎকার সম্পর্ক নিয়ে ভালোই আছেন। তিনি আশাবাদী, সন্ন্যাসব্রত গ্রহণ না করলে লেখালেখির ধারা চালু থাকবে।