রুমানা বৈশাখী
রুমানা বৈশাখী
জন্ম : 12th May
Followers : 736

বায়োগ্রাফি : জন্ম নিয়েছিলাম ২৯ শে বৈশাখের এক ঝড়ের রাতে। পিতা নানান হিসেব-নিকেশ করে নাম রেখেছিলেন "রুমানা বৈশাখী।" বলেছিলেন, এই নাম নাকি একদিন কন্যাকে অনেক বড় মানুষ করে তুলবে! তবে সত্যি বলি, এই নাম নয় বরং বাবা মোঃ ওয়াজুদ্দিন মোল্লা ও মা শেখ ফাল্গুনী ওয়াজেদই আমার সবচাইতে বড় পরিচয়। আমি যা এবং যেটুকু, সবই তাঁদের কারণে। শিক্ষাগত যোগ্যতায় রসায়নবিদ হলেও পেশায় সাংবাদিক, দীর্ঘ অনেক গুলো বছর কর্মরত ছিলাম প্রিয়.কমের লাইফস্টাইল বিভাগের সম্পাদক হিসেবে। লেখক পরিচয় দিতে সংকোচ বোধ করি, এখনো সে যোগ্যতা হয়নি বলেই মনে করি। লেখক হিসেবে একুশে বইমেলায় অভিষেক হয় ২০০৬ সালে। দেশের গন্ডি পেরিয়ে আজকাল ওপার বাংলা থেকেও লেখার অনুরোধ পাই, বই বেরোয়- লেখক জীবনের সফলতা বলতে এটুকুই। হরর ও সায়েন্স ফিকশন আমার পছন্দের ক্ষেত্র, তবে ভালবাসি সম্পর্কের গল্প বলতে। ভালোবাসি জীবনের গল্প বলতে। ভালোবাসি মনের সাথে মনের বুনোনের গল্প বলতে। বাংলাদেশ হতে প্রকাশিত যে বইগুলোর কথা উল্লেখ করতে চাই- এবং ও অতঃপর, ঋতানৃত, হিপোক্রট, দুঃসপ্নের রাত, পোস্টমর্টেম, বিভীষিকা, সোয়া দুই ফুট, মেঘলীনা, অতিলৌকিক, বিবর্তন, সন্ধ্যা হয়ে আসে, অর্তনিশ, অবমানব, অবয়ব, শায়াতিন, পুনঃশায়াতিন, ছায়ারীরী, অবলৌকিক, প্রিয় সম্পর্ক, চন্দ্রাহত, অপার্থিব, দেও, মিরিত্তু, জামান সাহেবের স্ত্রী, চিতি, বোকা মেয়ের ডায়েরি, রু এর রেসিপি ইত্যাদি।