0
বায়োগ্রাফি : তাঁর প্রথম উপন্যাস 'রেণুর আবির্ভাব' প্রকাশের পূর্বে হারুন আল রশিদ দুই দশকের বেশি সময় ধরে গদ্য সাহিত্য রচনার আধুনিক কলাকৌশল রপ্ত করেছেন। বিশ্ব সাহিত্যে স্থায়ী অবদান রাখা শতাধিক লেখকের গদ্য ব্যবচ্ছেদ করে তিনি তাঁদের লেখনি শক্তি অধ্যয়ন করেছেন। ইতিমধ্যে তাঁর প্রকাশিত দ্বিতীয় উপন্যাস 'রুদেবিশ শেকাবের' ব্যতিক্রমী জীবন পাঠক ও সমালোচকদের কাছে সুনাম অর্জন করেছে। তিনি বিশ্বসাহিত্যের দ্বিতীয় কঠিন উপন্যাস 'ইউলিসিস'-এর বাংলা অনুবাদ করছেন যা দৈনিক যুগান্তরে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। 'রেণুর আবির্ভাব' তাঁর পরিকল্পিত সংশ্লিষ্ট বিষয়ের উপর পাঁচটি উপন্যাসের প্রথম একক উপন্যাস। এই পাঁচটি উপন্যাসের উদ্দেশ্য হল বাংলাদেশ জাতির জীবনে পঁচাত্তরের ট্রাজেডিকে শিল্পের মাধ্যমে সার্বজনীন ও বৈশ্বিক রূপ প্রদান করা। জন্ম ১৯৭৩ সালে, ফেনীতে। সরকারি কর্মচারি হারুন আল রশিদ একজন পেশাদার কূটনীতিবিদ।