0
বায়োগ্রাফি : আমি জামিউল হাসান আলভী। পড়াশোনা করছি সাতক্ষীরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বই পড়াকে নেশা বলব না; বস্তুত তা বলার সাধ্য আমার নেই। অনেক অল্প বই পড়েছি জীবনে। পৃথিবীর সব বই পড়ে ফেলার ইচ্ছা পোষণ করাও নিছক বোকামি। কিন্তু লেখাকে নেশা বলার সাহস আমার আছে। লেখাই একমাত্র কাজ যা আমি এত ভালোবাসা নিয়ে করি। বহু লেখা টেবিলের অন্ধকার ড্রয়ারে তেলাপোকার খাবার হচ্ছে। অনেকেই ভাবে সব বোধ হই লেখা হয়ে গেছে, এরূপ ধারণা মানুষের কল্পনা শক্তিকে খর্ব করে। আমাদেরে মতই তরুণরাই পারে খসখসে কাগজে নতুন প্রাণ দিতে। তরুণদের চিন্তা ভাবনা কলমের কালির স্রোতের সাথে মিশে যে সৌন্দর্য সৃষ্টি করে তা মানুষের জীবন দর্শন সম্পর্কে নতুন ভাবে ভাবতে বাধ্য করে। আমি লিখে যেতে চাই আজীবন। এ যেন নিজেকে জানার এক আমৃত্যু বাসনা।