0
বায়োগ্রাফি : যোবায়েদ আহসানের প্রথম উপন্যাস ‘ওসি-হতনামা’ ও দ্বিতীয় ‘হাকুল্লা’। উপন্যাসের পাশাপাশি তিনি বেশ কিছু নাটক লিখেছেন। ‘গজদন্তিনী’, ‘পার্টনারশীপ আনলিমিটেড’, ‘তাকে ভালোবাসা বলে’, ‘ড্রাইভার আজিজ’ সহ বেশকিছু জনপ্রিয় নাটকের নাট্যকার তিনি। বহুল প্রশংসিত ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-এর চিত্রনাট্যও তাঁর করা। যোবায়েদ হাসানের জন্ম জামালপুরে।