ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন
জন্ম : 16th December
Followers : 244

বায়োগ্রাফি : ফরহাদ হোসেনের জন্ম ফরিদপুরে, ১৬ ডিসেম্বর। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ডিপল ইউনিভার্সিটি শিকাগো থেকে স্নাতকোত্তর করে সেখানেই একটি প্রখ্যাত কোম্পানিতে আইটি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন। পেশাগত ব্যস্ততার পাশাপাশি বহুমাত্রিক প্রতিভার অধিকারী লেখক ফরহাদ হোসেন নিজেকে গড়ে তুলেছেন চিত্রনাট্যকার, নির্মাতা, প্রযোজক, সঞ্চালক এবং সাংস্কৃতিক সংগঠক হিসেবে। উত্তর আমেরিকার বিভিন্ন ধারার সাংস্কৃতিক অঙ্গনে অবাধ বিচরণকারী ফরহাদ হোসেন শিকাগো ফিল্ম মেকারস থেকে চলচ্চিত্র নির্মাণ ও পরিচালনায় উচ্চতর প্রশিক্ষণ নিয়ে প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রডাকশন হাউজ ‘শিকাগো বায়োস্কোপ’। কাজ করছেন দেশি-বিদেশি প্রথিতযশা শিল্পী এবং নির্মাতাদের সাথে। মূলত নিরীক্ষাধর্মী চিত্রনাট্য লেখার মাধ্যমে লেখালিখি জগতে তাঁর আগমন। যেভাবে তাঁর চিত্রনাট্য, নির্মাণ অনুপ্রেরণা এবং উপজীব্য বিষয়বস্তু, প্রবাসীদের জীবিকা ও জীবনের টানাপোড়েন, সুখ-দুঃখ, সমসাময়িক বিষয় বিশেষভাবে পর্দায় প্রতিফলিত হয়, ঠিক সেভাবেই তাঁর লেখা গল্পের অদেখা স্থান-কাল-পাত্রগুলো পাঠকবৃন্দের মনোজগতে প্রতিফলন ঘটিয়ে একটি ভিন্নতর নতুন মাত্রা যোগ করে। নানা বৈরী প্রতিকূলতার পরবাসী জীবনে বহুজাতিক ভাষাভাষীর সম্পৃক্তায় হররোজ অতিবাহিত করা যে সব ডায়াসপোরা লেখক বুকের গভীরে মাতৃভাষাকে পুষে বেড়ান, ফরহাদ হোসেন তাঁদের অন্যতম একজন। কথাসাহিত্যিক ফরহাদ হোসেনের আনুষ্ঠানিক আগমন ২০২০ সালে, “ধূসর বসন্ত’ গল্পগ্রন্থের মাধ্যমে। প্রথম গল্পগ্রন্থ প্রকাশের পর বিপুল পাঠক গ্রহণযোগ্যতা ফরহাদ হোসেনকে কথাশিল্পে নিয়মিত হতে অনুপ্রাণিত করে। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা সাতটি। এরমধ্যে গল্পগ্রন্থ দুটি, একটি উপন্যাসিকার সংকলন ও চারটি উপন্যাস। ই-বুকের সংখ্যা এগারোটি। ২০২২ সালে তাঁর উপন্যাস ‘যোজন যোজন দূর’ রকমারি বেস্ট সেলার লিস্টে স্থান পায়। বর্তমানে স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রকে নিয়ে বসবাস করছেন টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে।