0
বায়োগ্রাফি : শাহরিয়ার ওয়াসিমের জন্ম ১৯৯৮ সালের ৩রা নভেম্বর। জন্ম চট্টগ্রামে হলেও বেড়ে ওঠা বগুড়া শহরে। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে মাধ্যমিক ও সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বর্তমানে চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৩য় বর্ষে অধ্যয়নরত আছেন। শৈশব থেকেই প্রচণ্ড বইয়ের নেশা। সব ধরনের বই পড়তে ভালােবাসেন, তবে সাইকোলজিক্যাল ও ক্রাইম থ্রিলারের প্রতি রয়েছে বিশেষ আসক্তি। বইয়ের প্রতি প্রবল আকর্ষণ থেকেই তার লেখালেখিতে আসা।