হাসান ইনাম
হাসান ইনাম
Followers : 86

বায়োগ্রাফি : সার্টিফিকেটে নাম শেখ ইনামুল হাসান। লেখালেখি করেন হাসান ইনাম নামে। পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ইসলামিক স্টাডিজ বিভাগে। কৈশোর থেকে গল্প লেখার হাতেখড়ি। বিভিন্ন জাতীয় দৈনিক, লিটলম্যাগ এবং পোর্টালে প্রকাশিত হয়েছে একাধিক গল্প। ২০২১ সালে বাতিঘর প্রকাশনী থেকে বের হয়েছে তার প্রথম মৌলিক উপন্যাস ‘ঢাকায় ফাগুন’। সম্প্রতি ২০২৩ এর মেলায় পলিটিক্যাল থ্রিলার জনরার উপন্যাস ‘জলতরঙ্গ’ প্রকাশিত হয়েছে।