0
বায়োগ্রাফি : রুদ্র কায়সারের লেখালেখিতে হাতেখড়ি কবিতার মাধ্যমে হলেও লিখেছেন বেশ কিছু ছোটোগল্প, যা পরবর্তী সময়ে বিভিন্ন গল্প সংকলন ও ম্যাগাজিনে জায়গা করে নিয়েছে। অনুবাদ করেছেন “কুইন অব ক্রাইম” খ্যাত ঔপন্যাসিক আগাথা ক্রিস্টির অন্যতম জনপ্রিয় উপন্যাস “মার্ডার ইন মেসোপটেমিয়া”। ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত অনুবাদ গল্প সংকলন "থ্রিলার : স্টোরিজ টু কিপ ইউ আপ অল নাইট” বইটিতে রয়েছে তার অনূদিত গল্প “ডিসফিগার্ড” খুব শীঘ্রই প্রকাশিত হবে অমীশ ত্রিপাঠি রচিত রাম সিরিজের প্রথম দুটি উপন্যাসের অনুবাদ।