0
বায়োগ্রাফি : মোহাইমিনুল ইসলাম বাপ্পীর জন্ম বরিশালে। পড়াশোনা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অ্যান্ড এনভায়রমেন্টাল স্টাডিজ বিভাগ থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেছেন। বর্তমানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে কর্মরত আছেন। বেশ ক'বছর ধরেই লেখালেখি করে যাচ্ছেন তিনি। রহস্য, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল থ্রিলার ইত্যাদি ঘরানার লেখা লেখেন সাধারণত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন সাহিত্য ম্যাগাজিনে তিনি নিয়মিত লিখছেন। লিখছেন বিভিন্ন পত্র-পত্রিকায়। ইতিমধ্যে তার প্রকাশিত ধূলার উপন্যাস 'যে শহরে গল্প লেখা বারণ' ও 'ভ্রম সমীকরণ' দারুণ সমাদৃত হয়েছে পাঠক মহলে।