0
বায়োগ্রাফি : ২০১৫ তে স্রেফ শখের বসে লিখতে শুরু করেন তিনি। তখন থেকেই শুরু, আস্তে আস্তে শখের বসে শুরু করা লেখালেখিটাই তার স্বপ্ন হয়ে যায়। সেই থেকে লিখে গিয়েছেন অনেক অনেক গল্প। জীবনের গল্প বলতে পছন্দ করেন খুব। তবে সবচেয়ে বেশি আকর্ষণ থ্রিলারে। যে বছর লেখালিখি শুরু করেছিলেন, সে বছরেই হারিয়েছিলেন তার বাবাকে। বাবার স্বপ্ন ছিলো তার ছেলে একদিন অনেক বড় হবে। বাবার সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতেই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন তিনি। তার বিশ্বাস কোনো না কোনো একদিন বাবার সেই স্বপ্ন তিনি পূরণ করবেনই। বুকে পুষে রাখেন প্রচন্ড ভালোবাসা এবং অসংখ্য গল্প। স্বপ্ন দেখতে ভালোবাসেন ভীষণ। স্বপ্ন দেখতে ভালোবাসা এই মানুষটার স্বপ্ন পূরণের চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত.....