সালমান সাদ
সালমান সাদ
Followers : 27

বায়োগ্রাফি : সালমান সাদের জন্ম ঢাকা বিভাগের কিশােরগঞ্জ জেলায়। বেড়ে উঠেছেন প্রাণপ্রিয় শহরের নরসুন্দা নদীর আলাে-ছায়া আর মায়ায়। পড়াশােনা করেছেন শহীদ সােহরাওয়ার্দী মেডিকেল কলেজে। সেখান থেকে সফলতার সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। খুব ছােটোবেলায় টিফিনের টাকা জমিয়ে বই পড়ার শুরু। প্রিয় বিষয় প্যারানরমাল/সাইকোলজিক্যাল থ্রিলার কিংবা চোখ ভারি করে দেয়া যেকোনাে সামাজিক প্লটের জনরার বই। প্রিয় চরিত্র মিসির আলী। ভালােবাসেন স্কুলের বন্ধুদের সান্নিধ্য আর পরিবারের মানুষদের সাথে আড্ডা দিতে। আজ অবধি লিখেছেন গল্পের হাট-৪,৫,৬,৭; হরর গল্প সংকলনসহ বিভিন্ন অনুবাদ সংকলন আর পত্রিকায়। অনুবাদ করেছেন রাইডিং দ্য বুলেট” ও “দ্য র্যাফট” , ডেথ মাস্কস : ড্রেসডেন ফাইলস, দ্য ব্রিদিং মেথড , ফেয়ার এক্সটেনশন সহ উল্লেখযোগ্য সংখ্যক বই।