0
বায়োগ্রাফি : ছেলেবেলা থেকেই বইয়ের সাথে তার নিবিড় বন্ধুত্ব। সাহিত্যকে ভালোবেসে পড়েছেন ইংরেজি সাহিত্যে। পড়তে পড়তে লেখালেখিতে ঝুঁকে পড়েন একসময়। আনন্দ খুঁজে পান গল্প বলায়। সহজ সরল ভাষায় গল্প বলাতেই পছন্দ করেন বেশি। তার লেখা লাকি থার্টিন গল্পগ্রন্থটি দেশ পান্ডুলিপি পুরস্কার অর্জন করে নেয় ২০১৯ সালে। অন্যান্য বইগুলির মধ্যে রয়েছে- উপন্যাস- ঝরিছে নয়নবারি ও ওগো বিদেশিনি, ছোটদের বই- পেনসিল ভূত, হোমওয়ার্কের মজা, মোটুপাতলুর বন্ধু সাফওয়ান, সাইকো থ্রিলার-টিউশনি এবং হেল্পিং হ্যান্ড। পেশায় ব্যাংকার হওয়ায় লেখালেখির জন্য সময় খুঁজে বের করা কষ্টকর হয়ে পড়ে অনেক সময়। তবু তিনি সময় বের করে নেন- নেশার টানে, ভালোবাসার টানে।