0
বায়োগ্রাফি : সান্তা রিকির জন্মস্থান রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ত্রৈমাসিক একটি সাহিত্য ম্যাগাজিনের চলচ্চিত্র বিভাগে নিয়মিত লেখালেখির পাশাপাশি রহস্য পত্রিকাতে বেশ কয়েকটা ফিচার লিখেছেন। পড়তে, নিত্য নতুন বিষয়াবলী জানতে এবং লেখালেখি করতে ভালোবাসেন। তার বইসমূহের মধ্যে দ্য সার্জন, দি অ্যাপ্রেন্টিস, দ্য সিনার, জার সিটি, লোকার্ডস প্রিন্সিপল, পোস্টমর্টেম, বডি অব এভিডেন্স, দ্য হাউজকিপার অ্যান্ড দ্য প্রফেসর উল্লেখযোগ্য। এছাড়া বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত থৃলার সংকলন ৪, প্রতিচ্ছবি প্রকাশনী থেকে প্রকাশিত হরর-থ্রিলার সংকলন এবং ভূমিপ্রকাশ থেকে প্রকাশিত ফেসঅফে তার অনূদিত গল্প রয়েছে।