0
বায়োগ্রাফি : এম জে মামুনের জন্ম চট্টগ্রাম জেলার মীরসরাই থানার অন্তর্গত সাহেরখালী গ্রামে। কবিতার ছন্দ বর্ণে তিনি এই ধরণীর রূপরেখা সাজাতে চান। লিখে চলেছেন দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জাতীয় দৈনিক এবং ম্যাগাজিনে। একাধিক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ইতোমধ্যে। তার প্রকাশিত সর্বাধিক আলোচিত কাব্যগ্রন্থ 'অনন্ত প্রেমের কাব্য'। বর্তমানে তিনি শিক্ষক হিসেবে কর্তব্যরত আছেন।