0
বায়োগ্রাফি : তৌফির হাসান উর রাকিব একজন কথা-সাহিত্যিক, অনুবাদক এবং সম্পাদক। তাঁর প্রথম গল্পগ্রন্থ 'এক' ২০১২ সালের বইমেলায় অন্যধারা প্রকাশনী থেকে প্রকাশিত হলেও তিনি মূলত পাঠকপ্রিয়তা পেয়েছেন রহস্যপত্রিকা এবং সেবা প্রকাশনীতে লেখালেখির মাধ্যমে। তাঁর উল্লেখযোগ্য মৌলিক বইয়ের মধ্যে রয়েছে, এক, কাঠগড়া, ঈশ্বরী, অপদেবী, ট্যাবু, না-মানুষ আখ্যান, আধিব্যাধি ইত্যাদি। ওয়েস্টার্ন ভক্তদের জন্য লিখেছেন 'ডুয়েল' নামের একটি ওয়েস্টার্ন বই। অনুবাদক হিসেবে কাজ করেছেন, ডক্টর থার্ন, স্পার্ক অভ লাইফ, সিরিয়াল কিলার, পোয়েটিক জাস্টিস, গেম ওভার প্রভৃতি বইতে। তাঁর সম্পাদিত বইয়ের মধ্যে নিশিডাকিনী, দ্য বডিগার্ড, পঞ্চচক্র, হ্যালোইন, লাল মৃত্যু, অন্ধকারের গল্প, দেবী, হাতকাটা তান্ত্রিক, কান্তজীউয়ের পিশাচ, শার্লক হোমস ভার্সাস এরকুল পোয়ারো ইত্যাদি বই উল্লেখযোগ্য। বর্তমানে তিনি বেশ কয়েকটি হরর-থ্রিলার এবং সমকালীন উপন্যাস নিয়ে কাজ করছেন।