ফারজানা রাহা
ফারজানা রাহা
জন্ম : 27th January
Followers : 399

বায়োগ্রাফি : প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের অবলীলা ফেনীতে কেটেছে ফারজানা রাহার ছেলেবেলা, তার শৈশবের স্মৃতি জুড়ে খেলা করে স্কুলের দিনগুলি; মনে মনে কবিতা ও ছড়া ছন্দের তালে তালে হেলেদুলে নাচের দৃশ্য এখনো চোখে ভাসে। প্রথম প্রেম বই; বই পড়ার আনন্দ থেকে লেখালেখির প্রতি আগ্রহ। প্রিয় লেখক হুমায়ুন আহমেদ। স্নাতকত্ব লাভের পর মনপ্রাণ জুড়ে শুধু শব্দ খেলা করে, যেনো সেই পুরোনো কবিতার ছন্দে আবারও মেতে উঠতে চায় মন। সে নিজেকে মেলে ধরতে চায় পাখির মতো, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে, ছন্দে ছন্দে। লেখালেখির অনুপ্রেরণার সবটুকু জুড়ে আছে সাহসের যোগানদাতা মা এবং কাছের মানুষরা। ডানা মেলে উড়তে থাকা দূরন্ত মেয়েটা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে লেখালেখির হাত ধরেই। এটিই তার প্রথম প্রকাশিত কবিতার বই। হোক, এই যাত্রার এখানেই শুরু....