0
বায়োগ্রাফি : আহনাফ তাহমিদ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছেলেবেলা থেকে পড়ার নেশা, টুকটাক লেখার নেশা। সে নেশাটাই একদিন অন্যতম পেশা হয়ে উঠবে, তা কখনওই ভাবেননি। লিখতে ভালো লাগে, তবে তারচেয়েও বেশি ভালো লাগে নতুন কিছু জানতে ও পড়তে। বেশ কিছু বই অনুবাদের অভিজ্ঞতা হয়েছে নানা প্রকাশনীর হয়ে। প্রিয় লেখকদের তালিকায় আছেন হুমায়ূন আহমেদ, সত্যজিৎ রায়, এলিফ শাফাক এবং আরও অনেকে।