0
বায়োগ্রাফি : মো. সাব্বির হোসেনের জন্ম ফরিদপুর জেলায়। বাবা মো. মোতাহার হোসেন ও মা সুফিয়া বেগম। মগবাজার টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখায় হাতেখড়ি। এরপর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং নটরডেম কলেজ থেকে এইচএসসি-এর পাট চুকিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে উচ্চতর শিক্ষা সমাপ্ত করে কিছুদিন কাজ করেছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। চৈনিক পুরাণ প্রকাশের পর কাজ করছেন পুরাণ সিরিজের পরবর্তী বই নিয়ে। তার অনূদিত বইয়ের মাঝে ‘দ্য গুড সান’, লিডারশীপ অন্যতম।"