0
বায়োগ্রাফি : সৌভাগ্যবশত জন্ম নব্বই দশকের মতো স্মৃতিবিজড়িত এক সময়ে, ঢাকা জেলার কেরানীগঞ্জে। শৈশব- কৈশোর কেটেছে সেখানেই। পড়ালেখার জন্য ঢাকায় এসে সপরিবারে থিতু হয়েছেন তাও এক দশকের বেশি। দুরু দুরু বুকে অনুবাদ শুরু করে কীভাবে কীভাবে যেন অনূদিত বইয়ের সংখ্যা পৌঁছেছে দুই অংকে। থ্রিলার, মিস্ট্রি, মিথলজি, অটোবায়োগ্রাফি, সেলফ-হেল্পসহ একাধিক জনরায় কাজ করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য- নো এক্সিট, দ্য উইডোজ অফ মালাবার হিল, ইনুইট মিথলজি, নাম্বার দ্য স্টারস, হোয়েন ব্রেথ বিকামস এয়ার, স্পিক টু উইন। ইচ্ছা আছে আরও অনেকগুলো চমৎকার বই অনুবাদ করার, তবে ভবিষ্যতে কী করতে পারবেন বা পারবেন না তা অবশ্য সৃষ্টিকর্তা ভাল জানেন। ফেসবুক : https://www.facebook.com/choshmawaala/ ইনস্টাগ্রাম : @noddiunotim