মনোয়ারুল ইসলাম
মনোয়ারুল ইসলাম
জন্ম : 16th December
Followers : 258

বায়োগ্রাফি : মানুষের জীবনে কতগুলো অধ্যায় থাকে, গল্প থাকে। আবার কিছু কথা থাকে যা গল্পের চেয়েও বেশি কিছু- সেসব জায়গায় সত্য আর মিথ্যা পাশাপাশি অবস্থান করে। এসব গল্প, কথা, অধ্যায়গুলো লিখে যেতে চাই নিজের সাধ্যমতো। আমি চাই আমার গল্পের জীবন হোক। সত্য, মিথ্যা, ভালোবাসা, সমালোচনা, আলোচনা সব পাঠকের কাছে। লেখক হিসেবে শুধু আমার সামর্থ্যটুকু আমৃত্যু তুলে দিতে চাই কলম আর কী-বোর্ডের ছোঁয়াতে।