0
বায়োগ্রাফি : মালিহা তাবাসসুমের সাহিত্যানুরাগ খুব ছোটবেলা থেকেই। স্কুল কলেজের ম্যাগাজিনে গল্প-কবিতা লেখার মাধ্যমেই লেখালেখির হাতেখড়ি। নবম-দশম শ্রেণিতে পড়াকালে ছোটগল্প-কবিতা লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায়। পাশাপাশি রেডিওতে প্ৰায়ই গান করেন। বেশ কিছু টিভি চ্যানেলে ডাবিং আর্টিস্ট হিসেবেও কাজ করছেন। নজরুল একাডেমি থেকে জাতীয় পর্যায়ে পেয়েছেন ক্ল্যাসিক্যাল সংগীত আর কবিতা আবৃত্তিতে প্রথম পুরষ্কার। বেঁচে থাকতে হয়, বর্তে যেতে হয় বলে বেঁচে থাকা নয়, এক অর্থবহ যাপিত জীবনের আস্বাদ চান । নিজের কর্ম দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকা, জীবন থেকে চাওয়াটুকু খুব বেশি নয়। ভালো চিকিৎসক হওয়ার উদ্দেশ্যে মালিহা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান। গবেষণা করতে চান। বাংলাদেশের থ্রিলারকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করাতে চান। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ‘ইনফিরিওরিটি কমপ্লেক্স’, ‘বৃত্তবন্দি’, ‘অ্যাকিলিসের টেন্ডন’, ‘রহস্যলীনা’, ‘জিগোলো’ প্রভৃতি।