0
বায়োগ্রাফি : হাসান মুহাম্মদ মিনহাজে আউয়ালের লেখালেখি শুরু স্কুলজীবন থেকে। শিশু- কিশোর ম্যাগাজিনে গল্প-কবিতা পড়তে পড়তেই লেখালেখির স্বপ্ন ও আগ্রহ জাগে। এরপর বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্র-পত্রিকায় বিস্তর লেখা প্রকাশিত হয়েছে। এখন লেখালেখি মূলত নেশা। কিশোর সাহিত্য বেশি লিখলেও অন্যান্য ক্ষেত্রেও একইভাবে আগ্রহ রয়েছে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার এক নিরেট গ্রামে জন্ম, হাসান মুহাম্মদের শৈশব কেটেছে সেখানেই। প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় থাকলেও ভূগাই তীরের শান্ত নিস্তরঙ্গ জীবন বেছে নিয়েছেন হাসান মুহাম্মদ মিনহাজে আউয়াল।