0Shopping Cart৳ 0
বায়োগ্রাফি : ফাহাদ আল আবদুল্লাহর বেড়ে ওঠা ঢাকায়। এই শহরের আলো আঁধারি, নিয়ন আলো থেকে হালের এলইডি রাঙা রাস্তা সবটাই তার চেনা। লেখাতেও সেই ছাপ স্পষ্ট। মৌলিক রচনার আগে অনুবাদে হাত পাকিয়েছেন। ‘শহর’ লেখার আগে ‘১০০০ গজ’ নামে মার্ক ডওসনের ‘ওয়ান থাউজ্যান্ড ইয়ার্ডস’ নামের স্পাই থ্রিলারের অনুবাদ বাজারে আছে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, নৃবিজ্ঞান নিয়ে। পেশায় শিক্ষক।