0
বায়োগ্রাফি : বিশিষ্ট গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী সঞ্জীব চৌধুরী। গানে গানে জয় করেছেন বাঙালি শ্রোতাদের মন। তার লেখা ও গাওয়া গানগুলো মানুষের মুখে মুখে ফেরে। প্রেম, দ্রোহ ও সমকালীন অসঙ্গতি নিয়ে বেশ কিছু গান বেঁধেছেন এই বাউল কবি। সঞ্জীব চৌধুরীর জন্ম ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জে। ছাত্রাবস্থায় বাম আন্দোলনের সাথে জড়িত সঞ্জীব গানের সাথে জড়িয়ে পড়েন নিজের অজান্তেই । ১৯৯৬ সালে বাপ্পা মজুমদারকে সাথে নিয়ে গঠন করেন ব্যান্ড ‘দলছুট’। বেশ কিছু সফল অ্যালবাম আসে দলছুট থেকে। জীবদ্দশায় বের হয় তার কাব্যগ্রন্থ 'রাশপ্রিন্ট'। ২০০৭-এর ১৯ নভেম্বর মারা যান তিনি। সঞ্জীব চৌধুরীর লেখা সব গান নিয়ে ‘তোমাকেই বলে দেব’ সংকলনটি সম্পাদনা করেছেন জয় শাহরিয়ার।