0
বায়োগ্রাফি : ইমরান ফাহাদ পেশায় প্রকৌশলী। যুব উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবেও সমধিক পরিচিত। আইটি নিয়ে তাঁর বিস্তর স্বপ্ন। ইমরান প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশি সোশ্যাল নেটওয়ার্ক 'ইন্সপায়ারিং বাংলাদেশ'। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তিনি। সম্প্রতি পুস্তক প্রকাশনা শিল্পেও নাম লিখিয়েছেন। ইমরান ফাহাদের সম্পাদনায় প্রথম সংকলন গ্রন্থ 'বাংলাদেশ ও অনুপ্রেরণার গল্প'।