Share on:
বায়োগ্রাফি : মুশফিক উস সালেহীন পেশায় মনোবিজ্ঞানী ও গবেষক। চারটি বই বেরিয়েছে। ‘জাদুকর’, ‘ইন্দ্রলিপি’, ‘ঋ’ ও ‘কাকতাড়ুয়া’। লেখক হিসেবে আলোচনায় আসেন ২০১৯ সালে, ‘জাদুকর’ বইটি দিয়ে। ২০২০ সালে বইমেলার সময় প্রকাশ হয় ‘ঋ’। এটি তার অন্যতম রচনা।