0
বায়োগ্রাফি : নূরুদ্দিন জাহাঙ্গীরের শৈশব ও কৈশোর কেটেছে জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ তারুয়া গ্রামে। পড়ালেখা: ঢাকা বিশ্ববিদ্যালয় (সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর, ফিন্যান্স) এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (পিএইচডি)। গল্পগ্রন্থ : ভোরের জন্য প্রতীক্ষা (২০০১), উত্তরসূরিগণ (২০০৮) রবীন্দ্রনাথ উপমা এবং আমি (২০০৯) মরণচাঁদের রবীন্দ্রনাথ (২০১০), মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র (২০১৭)। উপন্যাস: উদ্বাস্তু (২০০৭), কেঁচো (২০০৯), জাল থেকে জালে (২০১৫) এবং মাটির প্রদীপ ছিল সে কহিল (২০১৬)। প্রবন্ধগ্রন্থ : ছিন্নপত্রে রবীন্দ্রনাথের বাংলাদেশ ও অন্যান্য (২০১৩)।