কিশোর পাশা ইমন
কিশোর পাশা ইমন
জন্ম : 31st December
Followers : 1930

বায়োগ্রাফি : কিশোর পাশা ইমনের জন্ম রাজশাহীতে। লেখালেখির শুরুটা হয় ফেসবুক প্ল্যাটফর্মে। তার লেখা বেশিরভাগ বই ক্রাইম থ্রিলার ঘরানার। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক করেছেন। পড়ছেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে ম্যাকানিকাল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রির জন্য। প্রকাশিত মৌলিক উপন্যাসের তালিকায় রয়েছে ‘মিথস্ক্রিয়া’, ‘মৃগতৃষা’, ‘ ছারপোকা’, ‘যে হীরকখণ্ডে ঘুমিয়ে কুকুরদল’, ‘যে রাতে কাক ডেকেছিল’, ‘মায়াবনবিহারিণী হরিণী’, ‘জাদুঘর পাতা আছে এই এখানে’ প্রভৃতি। কিশোর পাশা ইমনের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক। চিত্রনাট্য রচনায়ও হাতেখড়ি হয়েছে। এর পাশাপাশি ‘দ্য গার্ল অন দি ট্রেন’, ‘হিট ওয়েভ’, ‘অরফান এক্স’ এবং ‘ফলেন’সহ বেশ কিছু বিশ্বমানের উপন্যাস অনুবাদ করেছেন তিনি।