0
বায়োগ্রাফি : তথ্যপ্রযুক্তির ক্ষেত্রটাই তার জগৎ। রাহিতুল ইসলাম লেখালেখির মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন পাঠকদের এই জগতের অজানা কথা জানাতে। তা করছেন কখনো সংবাদপত্রে লিখে, কখনো বই লিখে। এ ক্ষেত্রে অনেকটাই সফল তিনি। কয়েক বছর ধরে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করছেন রাহিতুল। তথ্যপ্রযুক্তি খাতকে লেখালেখির মাধ্যমে তুলে ধরায় পেয়েছেন বিভিন্ন স্বীকৃতি ও সম্মাননা। সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবেও সমাদার পাচ্ছেন। তার বেশির ভাগ বই-ই তথ্যপ্রযুক্তি জগৎ ঘিরে। আইটি সাংবাদিকতা করতে এসে দেখেছেন, এই শিল্প খাত নিয়ে গণ-মানুষের মধ্যে খুব একটা সচেতনতা তৈরি হয়নি। আর তাই তিনি এ বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিয়ে লিখতে শুরু করেন। বর্তমানে রাহিতুল গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট ও সহকারি ব্যবস্থাপক এবং দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য।