মোস্তফা সোহেল
মোস্তফা সোহেল
Followers : 0

বায়োগ্রাফি : জন্ম ১২ জানুয়ারি, যশোর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত। কৈশোর থেকে বিভিন্ন সংকলন সাময়িকী এবং পত্রিপত্রিকায় লেখালেখি শুরু। প্রথম কাব্যগ্রন্থ 'হাত বাড়ালেই ছুঁয়ে দেবো। প্রকাশিত হয় ১৯৯১ সালে । ২০১০ এ প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘নিঃসঙ্গ টারমিনাল”। সম্পাদনা করেছেন অনলাইন কবিতা পত্রিকা চোখ" ও "কাটাকুটি । ২০১২ সালে উপন্যাসের জন্য তিনি শিল্পাচার্য জয়নুল আবেদীন পুরস্কার লাভ করেন। লেখকের অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে “তুমি আমায় প্রথম ছুঁয়েছিলে’, ‘ভালোবাসার এক রূপালী রাত’, ‘আনন্দবাড়ি’ ও ‘বুনো জ্যোৎস্নায়’ উল্লেখযোগ্য।