0
বায়োগ্রাফি : জন্ম ৮ ফেব্রুয়ারি। পৈতৃক বাড়ি চুয়াডাঙায়। দাউদ হোসেন জোয়ার্দ্দার ও নাজমা বানুর একমাত্র সন্তান নাজনীন হাসান চুমকী। পড়াশোনার হাতেখড়ি আলিয়া মাদ্রাসা হলেও পরে তৃতীয় শ্রেণি থেকে এসএসসি, চুয়াডাঙা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হতে এইচএসসি এবং চুয়াডাঙা সরকারি কলেজ হতে বিএ পাশ। এরপর জগন্নাথ কলেজ হতে মাস্টার্স। সে সময় হতে ২০০৩ সাল পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও পুরোপুরি মিডিয়াকে পেশা হিসেবে বেছে নেন। ১৯৯২ সালে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে থিয়েটারে পা রাখেন। ১৯৯৬ সালে ঢাকার ‘দেশ নাটক’-এর সঙ্গে সংশ্লিষ্ট হয়ে মঞ্চে কাজ করছেন। চুমকীর উল্লেখযোগ্য মঞ্চনাটক লোহা, বিরসাকাব্য, নিত্যপুরাণ, সূচনা প্রভৃতি। একক অভিনয় ও নির্দেশনা ‘সীতার অগ্নিপরীক্ষা’। টেলিভিশন নাটকেও রয়েছে চুমকীর অবদান। ‘ঘানি’ চলচ্চিত্রের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিভিন্ন মাধ্যমে গল্প প্রকাশ হলেও চুমকীর লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বিনীতা’।