0
বায়োগ্রাফি : সালাহ উদ্দিন মাহমুদ গল্পকার, প্রাবন্ধিক ও কবি। মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর উড়ার চর গ্রামে তার জন্ম। তিনি বাংলা সাহিত্যে স্নাতকসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর। পেশায় সংবাদকর্মী। সালাহ উদ্দিন মাহমুদের গল্পের বই ‘সার্কাসসুন্দরী’, ‘নিশিসুন্দরী’, ‘বেদেসুন্দরী’ ও ‘সুন্দরী সমগ্র’। কবিতার বই ‘মিথিলার জন্য কাব্য’ ও ‘তুমি চাইলে’। সাক্ষাৎকার সংকলন ‘আমার আমি’ ও সচেতনতামূলক বই ‘অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল’। সাহিত্যকর্মের জন্য তিনি সুনীল সাহিত্য পুরস্কার ২০০৬, ২০১০ ও ২০১১, কালকিনি প্রেসক্লাব সম্মাননা, এসইএল লেখক সম্মাননা ২০১৬, লেখকবাড়ি পুরস্কার ২০১৭, রকমারি সংবাদ স্টার অ্যাওয়ার্ড ২০১৮, এসবিএসপি লেখক সম্মাননা ২০১৮, আবুল মনসুর আহমদ প্রবন্ধ পুরস্কার ২০২০ লাভ করেছেন।