0
বায়োগ্রাফি : নভেরা হোসেনের জন্ম মাদারীপুর শহরে, নানাবাড়িতে। ঢাকায় বেড়ে ওঠা। তিনি লেখাপড়া করেছেন ধানমন্ডির কাকলি উচ্চ বিদ্যালয়, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি কিছুদিন নৃবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করেছেন ও কয়েকটি প্রতিষ্ঠানে গবেষণা কাজের সাথে যুক্ত ছিলেন। লিটল ম্যাগাজিনে লেখা শুরু করেন ২০০০ সালের পর থেকে। বর্তমানে বিভিন্ন লিটল ম্যাগাজিন, দৈনিক পত্রিকা ও গবেষণাধর্মী জার্নালে লিখছেন। নভেরা হোসেনের প্রকাশিত কাব্যগ্রন্থ ‘হারানো দোকান এল দরাদো’, ‘একজন আঙুল শুধু হেঁটে বেড়ায়’, ‘ কারনেশন ফুটল থরে থরে’, গল্প সংকলন ‘জৌলুসী বেওয়া’, ‘পেন্ডুলাম’ ও ‘শিশুর দোলনা’।