0
বায়োগ্রাফি : বইয়ের মলাটে মুহাম্মাদ ইব্রাহীম নাম ব্যবহার করলেও পাঠকরা তাকে চেনেন ‘কবি সাহেব’ নামে। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি মৌলিক গোয়েন্দা সিরিজ রচনা করে চলেছেন, যা পাঠক মহলে তাকে ‘কবি সাহেব’ ছদ্মনামে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে। কারণ তার গোয়েন্দা চরিত্রটির নামও ‘কবি সাহেব’। ‘দিঘির জলে চাঁদের ছায়া’ তার প্রথম প্রকাশিত বই। বের হয় ২০১৬ সালের একুশে বইমেলায়। প্রকাশিত বইগুলোর মধ্যে গোয়েন্দা উপন্যাস ‘কবি সাহেব’ সিরিজের বই উল্লেখযোগ্য।