0
বায়োগ্রাফি : ছোটগল্পকার, কবি হোসেন শহীদ মজনুর প্রধান পরিচয়– তিনি সাংবাদিক। পেশায় সাংবাদিক হলেও প্রথম নেশা- লেখালেখি। ২০০৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রতিধ্বনি কমরেড' প্রকাশিত হয়। এরপর ২০১১ সালে প্রকাশিত হয় গল্পগ্রন্থ 'ভূত অথবা ভবিষ্যতের গল্প'। যৌথ সম্পাদনায় 'ভাষাচিত্র নির্বাচিত ছোটো গল্প' বের হয় ২০১৯ সালে। ২০২০ সালে তার সম্পাদিত 'ছোটদের মজার মজার ভূতের গল্প' শিশু-কিশোরদের মধ্যে সাড়া ফেলে। সম্পাদনা করছেন ছোটোকাগজ বাংলানামা। লেখকের দ্বিতীয় নেশা ভিজ্যুয়াল মিডিয়া। সেজন্যই চলচ্চিত্র নির্মাণকাজে জনপ্রিয় অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন প্রায় এক বছর। দেশের একাধিক জাতীয় দৈনিক ও অনলাইনে সাংবাদিকতার পাশাপাশি ড. কাজল রশীদ শাহীনের রচনা ও নূরুল আলম মিল্কীর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘লক্ষ প্রাণের বিনিময়ে’ সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন। একই লেখক ও পরিচালকের ‘বৈদেশী’ নামের আরেকটি টিভি নাটকেও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন। বর্তমানে দৈনিক যুগান্তর পত্রিকায় বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন হোসেন শহীদ মজনু। লেখকের জন্ম ১৯৭৫ সালের ১৩ মে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামে। বাবা বদরুদ্দোজা বিশ্বাস ও মা জাহানারা খাতুনের ৬ সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। ২০০৭ সালের ১৫ অক্টোবর সাবিকুন্নাহার রীতার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ৩ সন্তান– শাহরীন মেধা, শাহনাম স্নিগ্ধ ও তাওহীদা জাহান জুন । সাংবাদিকতা, লেখালেখি ও সম্পাদনা করেই বাকি জীবন কাটিয়ে দিতে চান; কারণ তার ধারণা এসব ছাড়া অন্য কোনো কাজ তিনি তেমন পারেনও না!