0
বায়োগ্রাফি : জন্ম গাজীপুরের কালিগঞ্জে। পেশায় তিনি একজন চিকিৎসক। কর্মব্যস্ততার পর যেটুকু সময় পান সেই সময়ের মধ্যেই চলে লেখালেখি। রাত, চাঁদ ও জোছনা তার ভালোলাগে। আর এ জন্যই তার সকল লেখায় রাত, চাঁদ ও জোছনা গুরুত্ব পায়। ভালোলাগে আড্ডা ও ঘুরে বেড়ানো। তার প্রকাশিত গ্রন্থ সমূহের মধ্যে ‘মধ্যরাতের অভিযান’, ‘জোছনায় নীল আকাশ’, ‘মেজোকুমার এক সন্ন্যাসী রাজা’ ও ‘খেদু মিয়া’ উল্লেখযোগ্য।