0
বায়োগ্রাফি : নিয়াজ মেহেদীর জন্ম ও বেড়ে ওঠা রংপুরে। প্রথম উপন্যাস "আওলাদ মিয়ার ভাতের হোটেল" তুমুল জনপ্রিয় হয়। পাঠকের আনুকূল্য পেয়েছে তাঁর গল্পগ্রন্থ "বিস্ময়ের রাত" এবং উপন্যাস "আড্ডা দেওয়া নিষেধ" ও "ধাঁধার থেকেও জটিল"। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের "একুশে স্পটলাইটে তিনি জায়গা করে নিয়েছেন। নিয়াজ ছোটগল্প লিখতে পছন্দ করেন। তাঁর গল্প প্রকাশিত হয়েছে প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ, বণিক বার্তা ও রহস্যপত্রিকাসহ বিভিন্ন সংকলনে। নিয়াজ মেহেদীর লক্ষ্য বাংলা সাহিত্যকে নতুন কিছু দেওয়া। সে চেষ্টাই তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন।