আর জে রাসেল
আর জে রাসেল
জন্ম : 15th May
Followers : 1684

বায়োগ্রাফি : ভীষণ ভয় পেতেন বলেই ছোটবেলায় ভয়ের গল্পের বই পড়তেন লেপের তলায় টর্চের আলোয়। যে বই যতো ভয়ের সেই বই তার কাছে ততো মজার। রাতে অদ্ভূত সব স্বপ্ন দেখতেন। একবার স্কুলে এক ভদ্রলোক এলেন। তিনি নাকি চোখের উপর হাত বুলিয়ে অপার্থিব এক জগতে নিয়ে যেতে পারেন। রাসেল ছুটে গেলেন তার কাছে। শত চেষ্টাতেও সফল হলেন না। হয়তো অলৌকিক বিষয় নিয়ে আগ্রহ শুরু হয়েছিলো তখন থেকেই। স্কুলে কোনো টিচার ক্লাস মিস করলে রাসেলের উপর দায়িত্ব পড়তো গল্প শোনাবার। দিনরাত পড়া বইগুলো থেকে গল্প শোনাতেন তিনি। পারিবারিকভাবেই লেখালেখির সাথে জড়িত সেই ছোটবেলা থেকে। পড়াশোনা করেছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পরবর্তীতে টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফিতে। ২০১০ সালে তিনি ভৌতিক ঘটনা নিয়েই শুরু করেন জনপ্রিয় শো' ভূত এফএম। উপমহাদেশে এটিই প্রথম হরর শো। ২০১৯ সালে শো-টি বন্ধ হয়ে গেলে ডিজিটাল প্ল্যাটফর্মে ২০২০ সালে ফিরে আসেন ভূত.কম নিয়ে। পেশা জীবনে রাসেল বিজ্ঞাপনী সংস্থার সাথে জড়িত। এছাড়াও একজন আবৃত্তি শিল্পী, ভয়েস আর্টিস্ট ও ফিল্মমেকার। ব্যক্তি জীবনে স্ত্রী এক মেয়ে আর এক ছেলে নিয়ে পরিবার। রাসেলের শো'র সময় ধরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে আজীবন। এই যেমন বিয়ে, প্রথম সন্তানের পৃথিবীতে আসা, আরো কতো কি। চিরদিন অন্তরালে থাকা এই মানুষ চান আজীবন শ্রোতাদের রক্তহীম করা ঘটনা উপহার দিতে।