0
বায়োগ্রাফি : প্রান্ত ঘোষ দস্তিদার। যার জন্ম এবং বেড়ে ওঠা ব্যস্ত শহর ঢাকার বুকে। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন ডিগ্রি সমাপ্তির পর একাধিক প্রতিষ্ঠানে প্রায় বছর দুয়েক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ করেন তিনি। এরপরে উচ্চশিক্ষার লক্ষ্যে পাড়ি জমান বিদেশে। বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। লেখালেখির শখ শৈশব থেকেই লালন করছেন অন্তরে। ছড়া-কবিতা, গল্প, উপন্যাস, নাটক, সাহিত্যের প্রভৃতি শাখায় হানা দিয়েছেন ব্যক্তিগত ভালোবাসা থেকে। বিদেশী গল্পের অনুবাদের কাজেও রেখেছেন অবদান। করেছেন ক্ষুদ্র প্রাতিষ্ঠানিক পত্রিকা সম্পাদনার মত কাজও। তাছাড়া শখের প্রচ্ছদ শিল্পেও রয়েছে অগাধ আগ্রহ। বইমেলা ২০১৩ ‘শুধুই গল্প' গল্প সংকলনের বইয়ে একটি সংক্ষিপ্ত গল্পের মাধ্যমে তার প্রথম গল্প জগতে আত্মপ্রকাশ ঘটে এবং পরবর্তীতে একই বইমেলায় তার অপর থ্রিলারধর্মী ছোট গল্প 'প্রমাণ' প্রকাশিত হয় বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত একটি গল্প সংকলনে। ‘আষাঢ়ে গল্প’ তার প্রকাশিত প্রথম উপন্যাস। এছাড়াও রহস্য-রোমাঞ্চ উপন্যাস 'আত্মহত্যা' রয়েছে প্রকাশের অপেক্ষায়। বর্তমানে তিনি আরও কয়েকটি থ্রিলার এবং কল্পকাহিনীধর্মী উপন্যাসের কাজ করছেন।