তানভীর আহমেদ সৃজন
তানভীর আহমেদ সৃজন
জন্ম : 21st September
মৃত্যু :
Followers : 189

বায়োগ্রাফি : পুরো নাম দেওয়ান তানভীর আহমেদ সৃজন। জন্ম ঢাকায়, বেড়ে ওঠা শরীয়তপুরের এক মফস্বল শহরে। লেখালেখি করেন স্কুল জীবন থেকেই। প্রিয় লেখক সত্যজিৎ রায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, স্টিফেন কিং, মোহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ। প্রিয় চরিত্র ফেলুদা, প্রফেসর শঙ্কু ও ব্যোমকেশ বক্সী। প্রিয় জনরা থ্রিলার ও সায়েন্স ফিকশন। লেখকের এখন পর্যন্ত প্রকাশিত বই ‘রু’, ‘প্রজেক্ট পাই’, ‘একটা গল্প শুনবেন?’ প্রভৃতি।

রু
৳৩৫