0
বায়োগ্রাফি : জোবায়ের রুবেল একজন হ্যাপি উদ্যোক্তা, হ্যাপিনেস স্পিকার ও লেখক। তিনি বিশ্বাস করেন, টেনশন, স্ট্রেস, ভয় এই সব মানুষের পজিটিভ শক্তিগুলো নষ্ট করে দেয় ও সাফল্যের পথে প্রতিবন্ধকতা তৈরি করে। অন্যদিকে ক্ষমা, ভালোবাসা পজিটিভ শক্তিগুলোকে বৃদ্ধি করে; নিয়ে যায় সাফল্যের দিকে। জীবনের এই যাত্রাটা আনন্দময় করে তোলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ; সাফল্যটা নয়। তিনি ‘সুখের স্কুল’-এর প্রতিষ্ঠাতা। এ প্রতিষ্ঠানটি Mental Well-being নিয়ে কাজ করে। এর মাধ্যমে ২০১৯ সাল থেকে ‘সুখী মানুষ চাই’ স্লোগানে একটি হ্যাপি কমিউনিটির যাত্রা শুরু হয়।