সানজিদ পারভেজ
সানজিদ পারভেজ
জন্ম : 4th June
Followers : 131

বায়োগ্রাফি : সানজিদ পারভেজ-এর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। বড় ভাই ছিলেন একজন তুখোড় ‘ফ্ল্যাপ-গল্পকার’! তাঁর মুখেই ছেলেবেলায় শংকু, ফেলুদা আর তিন গোয়েন্দার বেশ কটা অভিযানের সার সংক্ষেপ শুনে শুনে গল্পের বই পড়ার হাতেখড়ি। নব্বই-এর দশকের শেষদিক অনিয়মিতভাবে লিখতে শুরু করেন দেশের প্রখ্যাত দৈনিক পত্রিকা ভোরের কাগজ, আহসান হাবীব সম্পাদিত দেশের প্রথম সায়েন্স ফিকশন ম্যাগাজিন মৌলিক, লুৎফর রহমান রিটনের সম্পাদিত ছোটদের কাগজ, সেবা থেকে বের হওয়া কিশোর পত্রিকাতে। প্রখ্যাত সায়েন্স ফিকশন লেখক হাসান খুরশীদ রুমীর সম্পাদনায় গল্প সংকলনেও বেরিয়েছিল তাঁর লেখা অনুবাদ। এরপর লেখাপড়া আর কাজের চাপে বই পড়া বা লেখা সবকিছু থেকেই দীর্ঘ বিরতি। বিরতির পর ই-বুক আকারে প্রকাশ করেছেন তার প্রথম উপন্যাস ‘কবর ভাগ্য’ ও অতিপ্রাকৃত গল্প সংকলন ‘ভয়াল ছয়’। সানজিদ পেশাগত জীবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক হিসাব তদারকির দায়িত্বে রয়েছেন দীর্ঘ সময় ধরে। ভালবাসেন কন্যাকে নিয়ে মুভি দেখতে, বই পড়তে, শখের বসে সংগ্রহ করেন নানা জাতের কালেক্টিবল।